Bengal Top Story : আগামীকাল মিঠুনের সভা, কোথায় জেনে নিন , সঙ্গে অন্য খবর
গোসাবার সভা থেকে ফের আক্রমণে অমিত শাহ (Amit Shah)। অভিষেককেই (Abhishek Banerjee) তো ভয় বিজেপির (BJP), পাল্টা পার্থ (Partha Chatterjee)। বহিরাগত গুণ্ডা ঠেকাতে সীমানা সিল করার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'ভারত সরকারের (Government of India) স্ট্যাম্প লাগানো গাড়িতে করে টাকা বিলি করছে কেউ কেউ', অভিযোগ মমতার। বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে সিএএ, আশ্বাস অমিত শাহের। রাজ্যে এনআরসি, এনপিআর করতে দেব না, বললেন মমতা। প্রথম দফা ভোটের আগেই প্রচারে মিঠুন (Mithun Chakraborty)। বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে পর পর সভা। ৩০ তারিখ থাকছেন নন্দীগ্রামে শুভেন্দুর (Suvendu Adhikari) র্যালিতে। সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি নীল-তৃণা। তৃণমূল ভবনে তাঁদের ক্লাস নিলেন ডেরেক ও'ব্রায়েন। বিহার বিধানসভায় তুলকালাম। ফের মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আচমকা এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। রাস্তায় শুয়ে বিক্ষোভ। রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪০৫। সব রাজ্যকে নতুন গাইডলাইন দিল্লির। ১ এপ্রিল থেকে পঞ্চাশোর্দ্ধ সবাইকে করোনা টিকা (Corona Vaccine), সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রীসভার। ছত্তীসগঢ়ে ফের মাও হানা। পাঁচ পুলিশকর্মীর মৃত্যু।