Bhangar Chaos: পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ, ভাঙড়ে দফায় দফায় বিক্ষোভ জমিরক্ষা কমিটির
আজ দুপুর থেকে দফায় দফায় অশান্ত হয়ে ওঠে ভাঙড়। ভাঙচুর করা হয় তৃণমূল (TMC) উপপ্রধান হাকিবুল ইসলামের গাড়ি। পঞ্চায়েত অফিসেও ভাঙচুর করার অভিযোগ উঠেছে জমিরক্ষা কমিটির বিরুদ্ধে। রাস্তা অবরোধ করেন জমিরক্ষা কমিটির সদস্যরা। রাস্তার উপর ফেলে দেওয়া হয় বিদ্যুতের খুঁটি। জমিরক্ষা কমিটির বিরুদ্ধে অভিযোগ, তাঁরা উপপ্রধান হাকিবুল ইসলাম ও প্রধানের উপর হামলা করেন। তাঁদের মারধোর করারও অভিযোগ উঠেছে। অন্যদিকে, জমিরক্ষা কমিটির অভিযোগ, সাধারণ মানুষ ১০০ দিনের কাজের বিষয়ে জানতে যান। সেখানে তাঁদের উপর চড়াও হয় তৃণমূল। সেখান থেকেই বচসা ও হাতাহাতি শুরু হয়। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এই প্রসঙ্গে উপপ্রধান হাকিবুল ইসলাম বলেন, ‘আমার উপর অতর্কিতভাবে জমিরক্ষা কমিটির কমপক্ষে ৩০ জন সদস্য হামলা করে। পঞ্চায়েত অফিসেও হামলা করে তারা।’ অন্যদিকে পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ তুলেছে জমিরক্ষা কমিটি।