West Bengal Corona Update: ৩০ মার্চের পর রাজ্যে ফের ৯০০-র নিচে দৈনিক সংক্রমণ
৩০ মার্চের পর ফের রাজ্যে দৈনিক সংক্রমণ নামল ৯০০-এর নিচে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৮৫ জন। মৃত ১৮। একদিনে সুস্থ হয়েছেন ১,৬৯৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে ৮৩০ জন। বাড়ল সুস্থতার হার।
তিনমাস পর দেশে করোনায় দৈনিক সংক্রমণ নামল ৪০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭২৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৭৯৬। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ২ হাজার ৭২৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার ২২৯। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৭১। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষ ৪৩০ জন।
একদিনে সুস্থতার সংখ্যা ৪২ হাজার ৩৫২।
করোনার (Corona) তৃতীয় ঢেউয়ের (Third Wave) আশঙ্কায় এবারও ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয়বার বিপুল ভোটে জয়ের পর এবারই প্রথম ২১ জুলাই। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বিজয়োৎসব পালনও স্থগিত রেখেছিল তৃণমূল (TMC)। পরিস্থিতি স্বাভাবিক হলে তবে বিজয়োৎসব পালন হবে, বলেছিলেন তৃণমূল নেত্রী। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণের কথাও জানিয়েছিলেন তিনি। তাই পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় এবারও ভার্চুয়াল মাধ্যমে ২১ জুলাই পালনের সিদ্ধান্ত। গতবারও মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট (Kalighat) থেকে বক্তব্য রেখেছিলেন এবং গোটা রাজ্যের বিভিন্ন পার্টি অফিসে তা শোনার ব্যবস্থা করা হয়েছিল। এবারও সেই পন্থাই অবলম্বন করতে চলেছে তৃণমূল।