TMC vs BJP: দেগঙ্গায় TMC-এর পোস্টার ছেঁড়ার অভিযোগে আটক 'বিহারের দুই যুবক'
Continues below advertisement
উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গায় (Deganga) তৃণমূলের (TMC) পোস্টার ছেঁড়ার অভিযোগে আটক ২ যুবক। পুলিশ সূত্রে খবর, আটক দুই যুবক বিহারের (Bihar) বাসিন্দা। ওই দুই যুবক বিজেপি (BJP) কর্মী বলে অভিযোগ করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আজই বিজেপির পরিবর্তন যাত্রা (Parivartan Yatra) দেগঙ্গায় পৌঁছোনোর কথা। তার আগে এই পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় তৃণমূলের অভিযোগ, দেগঙ্গা বাজার এলাকার আমিনপুর (Aminpur) রোডে রবিবার সকালে বিজেপির দুই কর্মী তাদের পোস্টার (Poster) ছিঁড়ে বিজেপির পোস্টার লাগাচ্ছিল। সেই সময় তৃণমূল কর্মীরা তাদের হাতেনাতে ধরে ফেলে। দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Abhishek Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Police CBI London Poster Bangkok Bihar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Bank Account North 24 Pargana Deganga Coal Smuggling Lala Mamata Banerjee Menaka