Kolkata: মালগাড়িতে চাপা পড়ে বালিকার মৃত্যু, রণক্ষেত্র ব্রেসব্রিজ স্টেশন

Continues below advertisement

মালগাড়িতে চাপা পড়ে বালিকার মৃত্যুতে রণক্ষেত্রের পরিস্থিতি ব্রেসব্রিজ স্টেশনে। দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে পারাপারের সময় দুর্ঘটনা। আচমকা মালগাড়ি চলতে শুরু করায় কাটা পড়ে বালিকার মৃত্যু হয়। আর এরপরই রীতিমতো তাণ্ডব চলে স্টেশনে। 

বর্ধমানের প্রতারণারচক্রের মূল পাণ্ডা কি দেবকুমার চট্টোপাধ্যায়? সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্রের পর্দা ফাঁস। পালশিটের হোটেল থেকে আটজন গ্রেফতার। গাড়ি বাজেয়াপ্ত। দেবকুমার চট্টোপাধ্যায় নামে একজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

রাজ্যপালের অভিনন্দন বার্তা দেখিয়ে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। পূর্ব বর্ধমানের প্রতারণা চক্রের পর্দা ফাঁস। অভিযুক্ত দেবকুমার চট্টোপাধ্য়ায়ের একদিকে দিলীপ ঘোষ (Dilip Ghosh) অন্য়দিকে অর্জুন সিংহের (Arjun Singh) ছবি প্রকাশ্য়ে এসেছে। আর এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। অর্জুন সিংহ বলেন, "অনেকই বিজেপি করে। আমি দেবকুমার চট্টোপাধ্য়ায়কে চিনি না।"

দেবকুমার চট্টোপাধ্যায় কি বিজেপি কর্মী? উঠছে প্রশ্ন। স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া, "দেবকুমার চট্টোপাধ্য়ায় ভোটের আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। কিন্তু নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে আমি দেবকুমার চট্টোপাধ্য়ায় নামে কাউকে আমাদের কোনও কার্যক্রমে উপস্থিত থাকতে দেখিনি। বিজেপি কোনওরকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram