Businessman Murder: ছিনতাই রুখতে গিয়ে হিলিতে খুন স্বর্ণ ব্যবসায়ী
দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) হিলিতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন। মৃতের নাম প্রদীপ কর্মকার। পরিবার সূত্রে দাবি, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ দোকান বন্ধ করে স্ত্রীকে নিয়ে বাইকে চড়ে ফিরছিলেন বছর ৫৫-র ওই ব্যবসায়ী। অভিযোগ, রাস্তায় চড়াও হয় তিন বাইক আরোহী দুষ্কৃতী (Miscreants)। ব্যাগ ছিনতাইয়ে বাধা পেয়ে তারা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Malda Medical College and Hospital) নিয়ে যাওয়ার পথে, তাঁর মৃত্যু হয়। দুষ্কৃতীরা এখনও অধরা।
‘সরকার চাইছে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখতে। সামান্য প্রশ্ন যাতে কেউ তুলতে না পারে, সেই ব্যবস্থা করছে সরকার। বিরোধী পক্ষ থেকে যার নাম পাঠানো হত, পিএসি-র চেয়ারম্যান তাকেই করা হত। আমরা যে নাম পাঠিয়েছি, তার থেকে করা হয়নি। সরকার, বিরোধীদলের ভূমিকাও পালন করতে চাইছে। আমরা বলেছিলাম সহযোগিতা করব কিন্তু ওরা বোধহয় চায় না, ফলে আমরা বিরোধীদলের ভুমিকাই ভালোভাবে পালন করব”, মুকুল রায়ের বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রসঙ্গে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।