Chat Show: বিধানসভার ভোটের কয়েক মাস আগে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল করল বিজেপি ।Bangla News
একদিন আগেই পদত্যাগ করেছেন বিপ্লবকুমার দেব (Biplab Deb)। রাত পোহাতেই ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা (Manik Saha)। রবিবার দুপুরে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী শপথ নেন তিনি। তবে তাঁর শপথগ্রহণে অনুপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন (Jishnu Deb Barman)। মানিক শপথ নেওয়ার পর যদিও সৌজন্য দেখাতে রাজভবনে যান তিনি। তবে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে তাঁর ডেপুটির গরহাজিরা ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি (BJP) সূত্রে খবর, মানিককে মুখ্যমন্ত্রী করায় দলের অন্দরে ক্ষোভ রয়েছে। তারই ফলশ্রুতি ঘটেছে।
শুধু জিষ্ণু দেব নন, এ দিন মানিকের শপথগ্রহণে গরহাজির ছিলেন অন্য বিক্ষুব্ধ বিধায়ক তথা রাজ্যের অপর মন্ত্রী রামপ্রসাদ পাল। নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান আগেই বয়কট করেন বিক্ষুব্ধরা। বামেরাও শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করে। রাজ্যে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসের রাজনীতি চালানোর অভিযোগে অনুষ্ঠানে যোগ দেননি বাম প্রতিনিধিরা।
বিধানসভার ভোটের কয়েক মাস আগে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল করল বিজেপি। শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিপ্লব দেব। তার পরই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য বিজেপির সভাপতি মানিকের নাম ঘোষিত হয়। তবে দলনেতা নির্বাচন ঘিরে বিজেপি-র বৈঠকেও গন্ডগোল হয়। কোনও রাখঢাক না করেই মানিকের নির্বাচন নিয়ে অসন্তোষ ব্যক্ত করেন রামপ্রসাদ। প্রথমে বচসা এবং পরে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ত্রিপুরার মন্ত্রী এবং কয়েকজন বিধায়ক।