Governor vs TMC: রাজ্যপাল বিজেপির নির্দেশে বাংলাকে ভাগ করতে চাইছেন, দাবি সুখেন্দুর

Continues below advertisement

জিটিএ (GTA) এবং জৈন হাওয়ালা (Jain Hawala) মামলা প্রসঙ্গ তুলে দুর্নীতি নিয়ে একে অপরের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। আজ সাংবাদিক বৈঠক করে রাজ্যপালকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। জৈন হাওয়ালার পাশাপাশি রাজ্যপালের উত্তরবঙ্গ সফর এবং ভোট-পরবর্তী হিংসার অভিযোগকে কটাক্ষ করেছেন তিনি। সেই প্রসঙ্গে পাল্টা সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, ‘সংবিধান অনুযায়ী, জিটিএ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট নিতে পারেন রাজ্যপাল। আর এই রিপোর্ট তিনি বছরে একবার নিতে পারেন। সেই রিপোর্ট তাঁকে বিধানসভায় পেশও করতে হবে। রাজ্যপাল আইনের অপব্যখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। রাজ্যপাল অবশ্যই সংবিধানের কাছে ঝুঁকবেন। কিন্তু বিজেপি (BJP) নেতাদের কাছে তাঁর ঝোঁকা উচিত নয়। তিনি যেখানেই যাচ্ছেন বিজেপির নেতাদের সামনে ঝুঁকে যাচ্ছেন। রাজ্যপাল দার্জিলিং গিয়েছিলেন বিজেপির নির্দেশে বাংলা ভাগ করার জন্য। বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে তিনি হাত মিলিয়েছেন।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram