Corruption Protest: আবাস যোজনার টাকা 'তছরুপ', প্রতিবাদে পাণ্ডুয়ায় অবরোধ-বিক্ষোভ

Continues below advertisement

কেন্দ্রীয় সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসীরা। প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের। কেন্দ্রীয় আবাস যোজনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে হুগলির পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত। অভিযোগ, আবাস যোজনার টাকা নিয়ে তছরুপ করেছেন পঞ্চায়েতের সদস্যরা। প্রতিবাদে খন্ন্যানে জিটি রোড অবরোধ করেন ৪-৫টি গ্রামের বাসিন্দারা। দীর্ঘক্ষণ চলে অবস্থান বিক্ষোভ। অবরোধের ফলে ব্যস্ত রাস্তায় তৈরি হয় যানজট। বিক্ষোভকারীরা পৌঁছে যান পঞ্চায়েত অফিসেও। সেখানেও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বছর দেড়েক আগে ইন্দিরা আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদন করেন গ্রামবাসীরা। এখনও কোনও আবেদন মঞ্জুর হয়নি। অথচ পাকা বাড়ি থাকা সত্ত্বেও কেউ কেউ যোজনার টাকা পেয়ে গেছেন। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছে পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির তৃণমূল সভানেত্রী জানান, পাকা বাড়ি থাকলে তাঁদের আবেদন মঞ্জুর করা হয় না। এই দুর্নীতির প্রসঙ্গে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram