Cyclone Yash: বিপর্যয় মোকাবিলায় কেন্দ্র সাহায্য না করলেও 'ইয়াস' সামলাতে প্রস্তুত আমরা: মমতা
Continues below advertisement
আগামী বুধবার রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'ইয়াস' (Cyclone Yash)। যেকোন রকম বিপর্যয়ের জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যকে কোনও বিপর্যয়ে সাহায্য করা হয়নি। আমফানের পর আকাশপথে শুধু ঘুরে চলে গেছেন প্রধানমন্ত্রী। আবার 'ইয়াস' ঝড় আসছে। প্রতি বছর একটা করে প্রাকৃতিক বিপর্যয় হয়। আমাদের প্রস্তুত থাকতে হয়। এবারেও আমরা প্রস্তুত আছি।’
Continues below advertisement
Tags :
Mamata Banerjee TMC BJP West Bengal News Narendra Modi Central Government Mamata Banerjee Cyclone Yash Cyclone Yash Live Cyclone Yash News Cyclone Yash In Bengal Cyclone Yash Speed Cyclone Yash Track Map Cyclone Yash In India Cyclone Yash Updates West Bengal Cyclone Yash