Corona: সংক্রমণ কিছুটা লাগামে আসতেই লাগামহীন ভিড় দিঘায়

Continues below advertisement

সংক্রমণ (Corona) কিছুটা নিয়ন্ত্রণে আসতেই গমগম করছে দিঘা (Digha)। কোভিড বিধি অমান্য করেই সৈকতে ঘুরছেন পর্যটকদের বড় অংশ। পাহাড়েও বাড়ছে ভিড়। মাস্ক ছাড়া বেরানোর এমন প্রবণতায় চিন্তিত চিকিৎসকরা। কঠোরভাবে বিধি পালনের কথা বলছেন তাঁরা। বিধি উড়িয়ে নাইট পার্টি করায় কলকাতার (Kolkata) অভিজাত হোটেল থেকে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিপর্যয় মোকাবিলা আইন-সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। করোনাবিধি নিয়ে কলকাতায় কড়াকড়ির এই ছবি ধরা পড়লেও, রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় ধরা পড়েছে উইকএন্ডের পুরনো চেনা ছবি। অধিকাংশ পর্যটকের মুখেই নেই মাস্ক (Mask)। কার্যত গা ঘেঁষাঘেঁষি করে চলছে সমুদ্রস্নান। সংক্রমণ কিছুটা কমেছে ঠিকই। কিছু বিধিনিষেধও শিথিল করেছে সরকার। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের (Third Wave) আশঙ্কা এখনও কাটেনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram