Digha Tourism: হয় ভ্যাকসিনের জোড়া ডোজ না হলে নেগেটিভ টেস্ট রিপোর্ট, দিঘা-মন্দারমণিতে হোটেল বুকিংয়ে নয়া নিয়ম

Continues below advertisement
করোনার সংক্রমণ সামান্য নিয়ন্ত্রণে আসতেই দিঘা (Digha), মন্দারমণি (Mandarmani), শঙ্করপুরে (Sankarpur) ফের ভিড় বাড়ছে পর্যটকদের। কিন্তু, অধিকাংশ পর্যটকই অসচেতন ও উদাসীন।  এই অবস্থায় নতুন বিধিনিষেধ জারি করল পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা প্রশাসন। বলা হয়েছে, এবার থেকে হোটেলে রুম ভাড়া নিতে হলে থাকতে হবে কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট। অথবা নিতে হবে ভ্যাকসিনের দুটি ডোজ। তবেই মিলবে রুম নইলে নয়। দেশে এখনও কমেনি করোনার ভয়াবহতা। দৈনিক সংক্রমণ এখনও ৪০ হাজারের কাছে। অব্যাহত মৃত্যুমিছিলও। তবে এক শ্রেণির মানুষের মধ্যে যে সচেতনতার লেশ মাত্র নেই, তার জ্বলজ্যান্ত প্রমাণ দিঘা, মন্দারমণি, শঙ্করপুরের মতো পর্যটন কেন্দ্রগুলি। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই করোনাবিধি উড়িয়ে সমুদ্র সৈকতে দেদার ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে অধিকাংশ পর্যটকদের। 
 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram