Ek Jhalake: নিউ ব্যারাকপুরের গেঞ্জির কারখানা থেকে উদ্ধার ৪ শ্রমিকের দেহ

Continues below advertisement

রামপুরহাট হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে (Black Fungus) আক্রান্ত বৃদ্ধার মৃত্যু। মৃত বৃদ্ধা করোনা সংক্রমিত ছিলেন। বিষয়টি বিশেষজ্ঞ কমিটিকে জানানো হয়েছে, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কার্যত লকডাউনের মধ্যেই পারুইতে ডিজে বাজিয়ে বিজয় মিছিল। বালাই ছিল না সামাজিক দূরত্বের, যা নিয়ে তৃণমূলকে (TMC) আক্রমণ করেছে বিজেপি (BJP)। ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজ্যের শাসকদলের। ৫৪ ঘণ্টা পর নিউ ব্যারাকপুরের গেঞ্জির কারখানা থেকে উদ্ধার হল ৪ শ্রমিকের দগ্ধ দেহ। চারটি দেহই শনাক্ত করেছে মৃতের পরিবার। ছাদের দরজা বন্ধ থাকাতে বেরোতে পারেননি কেউ, অনুমান পুলিশের। দুই ২৪ পরগনার পর এবার পূর্ব মেদিনীপুরে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আকাশপথে দিঘা, নন্দীগ্রাম, খেজুরি পরিদর্শন। ঘুরে দেখলেন উপকূলবর্তী ৭১ কিমি এলাকা। ঘূর্ণিঝড় ইয়াস আর ভরা কটালের জোড়া ফলায় লণ্ডভণ্ড দ্বীপ। নদীবাঁধ ভাঙায় ক্ষতিগ্রস্ত চাষের জমি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram