Fake Officer : জাল সিবিআই আইনজীবীর সঙ্গে ছবি, চিনি না, দাবি শ্যামল সাঁতরার

Continues below advertisement

এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার সঙ্গে সনাতন রায়চৌধুরীর ছবি প্রকাশ্যে। ‘২০১৬-র বিধানসভা ভোটের আগের ছবি। কলকাতা থেকে এসে দেখা করতে চান সনাতন। সেই কারণে দেখা করেছি, কিন্তু চিনি না সনাতনকে,’ দাবি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতির।

অন্যদিকে, ভুয়ো সরকারি আধিকারিক পরিচয়ে ধৃত আইনজীবীর বিজেপি-যোগ? পুলিশ সূত্রে খবর, ধৃত সনাতন রায়চৌধুরীর কাছ থেকে উদ্ধার হয়েছে বিজেপির প্রাথমিক সদস্য পদের আবেদন পত্রের রসিদ। তাতে লেখা, ১০ অগাস্ট ২০১৪-য় সনাতন বিজেপির সদস্য হন। এছাড়াও, মিলেছে পদ্মফুল লোগো দেওয়া একটি পরিচয়পত্র। সেখানে লেখা, দিল্লির অশোক রোড থেকে এই পরিচয়পত্র ইস্যু করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram