Falharini Kali Puja: শ্রীমা সারদাকে এদিন ষোড়শীরূপে পুজো করেছিলেন শ্রীরামকৃষ্ণ, আজ সেই ফলহারিণী কালীপুজো

Continues below advertisement

আজ ফলহারিণী কালীপুজো। জৈষ্ঠ্যমাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। ১৮৭২ খ্রীষ্টাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজোর দিন শ্রীমা সারদাদেবীকে ষোড়শীরূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আজও রামকৃষ্ণমঠ ও মিশনে এই পুজো ‘ষোড়শী’ পুজো নামে পরিচিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই দিনেই তাঁর সমস্ত সাধনার ফল শ্রীসারদা দেবীকে অর্পণ করেছিলেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram