Bengal Top Stories: করোনা চিকিৎসার সরঞ্জামের উপরে কমল জিএসটি ও অন্য খবর
মুকুল রায়ের পর এবার কি তৃণমূলে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)? জল্পনা উস্কে কুণালের (Kunal Ghosh) বাড়িতে ডোমজুড়ের পরাজিত বিজেপি প্রার্থী। এতদিন কোনও সাক্ষাৎ হল না, এখন সৌজন্য? কুণাল-রাজীব সাক্ষাৎ নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে প্রত্যাবর্তনের পড়ে অভিষেকের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে মুকুল (Mukul Roy)। মুকুলের গেরুয়া শিবির ছেড়ে আসার পর বিজেপিতে ভিন্নমত। সুমিতের জোগাড় করে দেওয়া পুলিশের আইডি দিয়েই দুই গ্যাংস্টারকে নিয়ে পঞ্জাব থেকে পালায় ভরত কুমার (Bharat Kumar)। চারু মার্কেটে শ্বশুরবাড়ির হদিশ। গ্যাংস্টারদের নিয়ে আসার পরেই স্ত্রী-কে ডেকে আনে ভরত কুমার। ফ্ল্যাটের ব্যবস্থা করেই চম্পট। নিউটাউনের গ্যাংস্টারের ফ্ল্যাটে কার ফিঙ্গার প্রিন্ট? ভরত কুমারের (Bharat Kumar) বলে সন্দেহ তদন্তকারীদের। মোহালি থেকে গ্রেফতার বাড়িওয়ালাকে দেওয়া পাসপোর্টে সুমিত কুমার। ফ্ল্যাটের বেডরুমেই এনকাউন্টার, খবর ফরেন্সিক সূত্রে। করোনা (Corona) চিকিৎসার সরঞ্জামের উপরে কমল জিএসটি (GST)। ২০২২ সালের ফেব্রুয়ারিতেই খুলতে পারে টালা ব্রিজ। ৩৬৫ কোটি খরচে তৈরি হচ্ছে ৮০০ মিটার লম্বা, ১৯ মিটার চওড়া চার লেনের সেতু। হাওড়া-শিয়ালদা থেকে চালু হচ্ছে একাধিক স্পেশাল ট্রেন।