Bengal Top Stories: দেবাঞ্জনকাণ্ডে রাজ্য তদন্তেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট
দলত্যাগবিরোধী আইন কার্যকরে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পাল্টা জবাব তৃণমূল সাংসদ সৌগত রায়ের। দলে বেসুরোদের নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সিবিআই নয়, ভুয়ো ভ্যাকসিনে রাজ্য তদন্তেই আস্থা কলকাতা হাইকোর্টের। বিরল অপরাধ, কীভাবে ঘটল সেটাই আশ্চর্যের, মন্তব্য বিচারপতির। ভুয়ো ভ্যাকসিন নিয়ে সংঘাতের পথে কেন্দ্র ও রাজ্য। অন্য মহিলার ছবির সঙ্গে পুলিশকর্তার মেয়ের ফোন নম্বর জুড়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) আপত্তিকর পোস্ট। উত্তরপাড়ার তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ। কেউ গ্রেফতার না হওয়ায় আতঙ্ক। জট কাটল উচ্চ প্রাথমিক (Upper Primary) নিয়োগে। রাজ্যকে স্বস্তি দিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার হাইকোর্টের (Calcutta High Court)। তালিকা নিয়ে সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ। অভিযোগ থাকলে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনের (SSC) কাছে। উচ্চ প্রাথমিকের তালিকা নিয়ে অভিযোগ থাকলে জানাতে হবে দুই সপ্তাহের মধ্যে। ১০ সপ্তাহে নিষ্পত্তি। শুনানি করবে সচিব পর্যায়ের আধিকারিক। অযোগ্য কেউ অভিযোগ করলে জরিমানার পরামর্শ। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ স্থগিত রাখুক কমিশন, হাইকোর্টের নির্দেশের পরেও সল্টলেকে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। রায়ের কপি পাওয়ার পড়ে পদক্ষেপ, জানালেন এসএসসি-র চেয়ারম্যান। বাস ভাড়া নিয়ে এখনও সমাধানসূত্র অধরা। ভাড়া বাড়ানোর দাবিতে অনড় বাস (Bus) মালিক সংগঠনগুলি। নিজেদের মধ্যে বৈঠকের পর ফের ভাড়া বাড়ানোর দাবি তুলেছে একটি সংগঠন। বাস চালালে কত লোকসান, আর একটি সংগঠন তার হিসেব জানিয়ে চিঠি দিয়েছে পরিবহণ দফতরকে।