Top Story: Prosenjit Chatterjee-র সঙ্গে দেখা করলেন BJP নেতা, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

নবান্ন অভিযানে আহত DYFI নেতার মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার বাম ছাত্র-যুবদের বিক্ষোভ আছড়ে পড়ে দিল্লির বঙ্গ ভবনে। মৌলালিতে এএসআই (ASI)-কে মার। এসএফআইয়ের (SFI) রাজ্য সম্পাদক-সহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা। গ্রেফতার ১। 'আমরাই তো বাঁচিয়েছিলাম', পাল্টা সৃজন (Srijan Bhattacharya)। গ্রেফতার একজন। এদিকে অবশেষে বাম-কংগ্রেস সমঝোতা চূড়ান্ত। তৃণমূল, বিজেপির বিরুদ্ধে ত্রিমুখী লড়াই। কাকে কত আসন, পড়ে ঘোষণা, জানালেন অধীর। সিদ্দিকির সমর্থন থাকার দাবি। দুয়ারে বিধানসভা ভোট। দল মত নির্বিশেষে জনসংযোগে যোগ দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। মঙ্গলবার অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। অভিনেতার সঙ্গে দেখা করে তাঁর লেখা একটি বইও উপহার দেন তিনি। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় বলে সূত্রের খবর। চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ির কাছে আচমকা প্রতিবাদ। আদি গঙ্গার পাঁকে নেমে পাঁচ শিক্ষক, শিক্ষিকার বিক্ষোভ। মঙ্গলবার দীনেশ ত্রিবেদীর ইস্তফাপত্র গৃহীত। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী বন্দনায় 'টুম্পা সোনা' গানের সঙ্গে ছাত্রীদের কোমর দুলিয়ে নাচ। অনুমতি ছাড়াই অনুষ্ঠান, ঐতিহ্যের পরিপন্থী, কড়া বিবৃতি উপাচার্যের। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা (Corona) আক্রান্ত ১৩৩ জনের, মৃত্যু হয়েছে ১ জনের ও অন্য খবর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram