Fatafat: 'কলাইকুণ্ডায় বৈঠকে প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে', সুর চড়ালেন শুভেন্দু অধিকারী

Continues below advertisement

বিধানসভা ভোটে হার মেনে নিতে পারছে না বিজেপি, তাই রাজ্যের সঙ্গে আলোচনা না করেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নোটিস, মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। শুক্রবার কলাইকুণ্ডার বৈঠকে যেভাবে প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে,  গোটা দেশ দেখেছে, মমতাকে পাল্টা আক্রমণে শুভেন্দু (Suvendu Adhikari)। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই মুখ্যসচিবকে বদলি, অভিযোগ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। নির্দেশ প্রত্যাহার করতে কেন্দ্রকে অনুরোধ। মুখ্যসচিবকে দিল্লিতে বদলি, তৃণমূলের পাশে কংগ্রেস (Congress)। প্রতিহিংসাপরায়ণ সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কফিনে শেষ পেরেক বলে আক্রমণ। মোদির বৈঠকে না থেকে রাজনীতি করেছেন মমতাই, পাল্টা বিজেপি। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে কেন অন্যরা? পরিকল্পনা করেই কলাইকুণ্ডায় মোদির বৈঠকে বিজেপি (BJP) নেতাদের ডাকার অভিযোগে সরব মমতা। পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। দুই ২৪ পরগনার পর এবার পূর্ব মেদিনীপুরে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকায় মুখ্যমন্ত্রী। আকাশপথে দিঘা, নন্দীগ্রাম, খেজুরি পরিদর্শন। ঘুরে দেখলেন উপকূলবর্তী ৭১ কিমি এলাকা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থা স্থিতিশীল। স্থিতিশীল মীরা ভট্টাচার্যও। করোনায় বাবা মায়ের মৃত্যু হলে অনাথ শিশুর জন্য কেন্দ্রের ভাতা। ১৮ বছর হলে প্রতি মাসে স্টাইপেনড। ২৩ বছর হলে পিএম কেয়ার্স ফাণ্ড থেকে ১০ লক্ষ টাকা। নারদ মামলায় জামিন পাওয়ার পরদিনই পুরসভায় ফিরহাদ। মন্দিরে সুব্রত। বাড়িতে শোভন। হাসপাতালে গান গাইলেন মদন (Madan Mitra)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram