High Tide Forecast: ভরা কটালের আশঙ্কায় দিঘা-মন্দারমণির বিভিন্ন গ্রামে সরানো হল বাসিন্দাদের

Continues below advertisement

কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় ইয়াস (Yaas) ও ভরা কটালের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার উপকূলবর্তী এলাকাগুলি। ব্যাপক ক্ষতি হয় দিঘায়। আজ অমাবস্যার কটাল। তার সঙ্গে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। প্রশাসন আগে থেকেই প্রস্তুত রয়েছে। দিঘা (Digha), মন্দারমণি ও তাজপুরের বিভিন্ন গ্রাম থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। সকাল থেকেই শুরু হয়েছে জোয়ার। প্রশাসনের ধারণা, গঙ্গায় জলোচ্ছ্বাসের উচ্চতা পৌঁছতে পারে ৫ মিটার পর্যন্ত। কটাল পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে জলপুলিশকে। উপকূল এলাকাতেও জারি হয়েছে বাড়তি সতর্কতা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram