Road Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, জলপাইগুড়িতে ডাম্পারের ধাক্কায় বাইক-আরোহীর মৃত্যু
বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা। জলপাইগুড়ির (Jalpaiguri) জলঢাকা এলাকায় ৪৮ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন মোটরবাইক আরোহী দুই ভাই। হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। আর একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। গতকাল রাতে ওই দুর্ঘটনা ঘটে। অভিযোগ, প্রায় একঘণ্টা পরে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ গেলে স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে বিক্ষোভ (Agitation) দেখান। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় এর আগেও একাধিকবার ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে, তা সত্ত্বেও পুলিশের (Police) নজরদারি নেই।
এদিকে ডিভিসি (DVC) থেকে জল ছাড়ায় আমতায় বাড়ল জল। রূপনারায়ণ, মুণ্ডেশ্বরীর জলের তোড়ে ভাসল বাঁশের সাঁকো। তিনটি বাঁশের সাঁকো ভাঙায় বিপন্ন ৫০ হাজার মানুষ। বিচ্ছিন্ন ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিতনান দ্বীপাঞ্চল। যোগাযোগের একমাত্র উপায় নৌকা এবং ভুটভুটি। অবিলম্বে পাকা সেতু তৈরির দাবি স্থানীয়দের। কংক্রিটের সেতু তৈরির জন্য মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ২৩ কোটি টাকা বরাদ্দ করেছেন। সেতুর টেন্ডার প্রসেস করা হয়েছে। পুজোর আগেই সেতুর কাজ শুরু হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন বিধায়ক (MLA)।