Death in Police Custody: পুলিশের মারধরেই ছেলের মৃত্যু, দাবি বরাকরে মৃত তরুণের বাবার

Continues below advertisement

পশ্চিম বর্ধমানের কুলটির বরাকরে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর। পুলিশের গাড়িতে আগুন। গতকাল রাতে স্থানীয় এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। পুলিশের দাবি, এরপর গভীর রাতে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ওই কিশোরের। কিশোরের মৃত্যুর খবর আসতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অভিযোগ, পুলিশের অত্যাচারেই মৃত্যু হয়েছে কিশোরের। মৃতের পরিবারের তরফে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। মৃত কিশোরের বাবা বলেন, ‘কাল রাতে আমার ছেলেকে তুলে নিয়ে গিয়েছিল বরাকর থানায়। সকালে কুলটি থানা থেকে একজন এসে বলে বড়বাবু ডেকেছে। বড়বাবু জানান, বরাকর থানায় আমার ছেলেকে আরও ৩ জনের সঙ্গে মারধর করা হয়। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। পুলিশের মারধরের জন্যই আমার ছেলে মারা গিয়েছে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram