Suvendu Adhikari: বিরোধীদের কণ্ঠস্বর বিধানসভাতেও আক্রান্ত, অভিযোগ শুভেন্দু অধিকারীর
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্য ঘিরে উত্তপ্ত রাজ্য বিধানসভা (West Bengal Assembly)। বক্তব্য রাখার সময় শুভেন্দুকে বাধাদানের অভিযোগ। বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। শুভেন্দু বলেন, ‘বিধানসভার ভিতর বলা যাবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্বাচনে হেরে গিয়েছেন। বিধানসভার অধ্যক্ষের কাজ বিরোধীদের কথা শোনা, তাঁদের আবেদন বিচার করে দেখা। কিন্তু তিনি তা করেন না। আমি তাঁর কাছে ১৯৯৬ সালে কেরলের নির্বাচনের উদাহরণ তুলে ধরি। হিমাচল প্রদেশেও একই ঘটনা ঘটেছিল। নৈতিকতার প্রশ্ন তুলেছিলাম। অধ্যক্ষ বলেছেন, এই সব কথা বিধানসভায় বলার অনুমতি তিনি দেবেন না। অধ্যক্ষ বিরোধীদের অধিকারের মর্যাদা দিচ্ছেন না। তিনি সংবিধানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন। এই বিজেপি (BJP) বাংলার প্রধান বিরোধী শক্তি। ২৮ লক্ষ ভোট পেয়েছেন বিজেপি প্রার্থীরা। মানুষের মতে নির্বাচিত হয়েই বিজেপি বিধায়করা বিধানসভায় এসেছেন। তাই বিধানসভার বাইরে বেরিয়ে এসে আমরা আমাদের কথা জনসাধারণকেই জানাচ্ছি।’