Left Strike In Bengal: অফিসযাত্রী ও পরীক্ষার্থীদের আটকাচ্ছি না : সুজন চক্রবর্তী

Continues below advertisement

আজ মিছিল করে এসে যাদবপুর রেল স্টেশনে অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা (CPM)। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) নেতৃত্বে হচ্ছে এই অবরোধ। তিনি জানান, "গতকাল যেভাবে ছাত্র-যুবের ওপর আক্রমণ হয়েছে, তার জন্য আজকের এই প্রতিবাদটি জরুরি। যারা অফিসে যাচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছে, তাঁদের কাউকে আটকানো হয়নি।" পাশাপাশি পাণ্ডুয়াতেও শুরু হয়েছে বিক্ষোভ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram