Madan Mitra: ৫ হাজার লোকের কাছে খাবার দিতে চেয়েছিলাম, আমার দুর্ভাগ্য যেতে পারিনি, বলছেন ফের অসুস্থ হয়ে পড়া মদন মিত্র
নারদ-মামলায় অন্তর্বর্তী জামিন মেলার পর, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে ফের অসুস্থ মদন মিত্র। বাড়ির কাছে আচমকা অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল বিধায়ক। শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে ইনহেলার নিতে হয়। দেওয়া হচ্ছে অক্সিজেনও।
আজ এসএসকেএম থেকে ছাড়া পেয়ে খোশমেজাজেই ছিলেন মদন। ধরেন একের পর এক গান।এরপর হুডখোলা গাড়িতে চড়ে রওনা দেন ভবানীপুরের বাড়ির উদ্দেশে। নিজেই বসেন চালকের আসনে। পথে একটি মাজারে চাদর চড়ান, এরপর গুরুদোয়ারায় গিয়ে প্রার্থনাও করেন কামারহাটির বিধায়ক। সেখানে একটি মঞ্চে বক্তব্য রাখার সময়ই অসুস্থ বোধ করেন মদন। সঙ্গে সঙ্গে তাঁকে বাড়ির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি চেয়ারে বসিয়ে দেওয়া হয় অক্সিজেন, ইনহেলার। মাপা হয় স্যাচুরেশন ও সুগার। মদন জানিয়েছেন, আজ তিনি কামারহাটি যাচ্ছেন না।
কামারহাটির তৃণমূল বিধায়ক আরও বলেছেন, ‘প্রচণ্ড রোদ কতটা ক্ষমতাশালী বুঝতে পারিনি। রোদ উপেক্ষা করে মনের জোরে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছিলাম। আজই ৫,০০০ লোকের কাছে খাবার দেওয়ার চেষ্টা ছিল। আমার দুর্ভাগ্য, আমি যেতে পারিনি।’