Madhyamik and HS Evaluation: কীভাবে তৈরি হবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের মার্কশিট?

Continues below advertisement

২ পরীক্ষার ওপর ভিত্তি করে তৈরি হবে মাধ্যমিকের মার্কশিট। ৩ বছরের নম্বরের ওপর ভিত্তি করে মার্কশিট তৈরি হবে উচ্চমাধ্যমিকের। বাতিল হওয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন-বিধি ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২১ সালের মাধ্যমিকের মার্কশিট তৈরি করার জন্য প্রতিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের অৰ্ধেক নেওয়া হবে নবমের বার্ষিক পরীক্ষা থেকে। নেওয়া হবে দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ৫ গুণ নম্বর। অভ্যন্তরীণ মূল্যায়নের পূর্ণমান যেহেতু ১০, তাই নেওয়া হবে৫ গুণ।

উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরির ক্ষেত্রে  ২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের প্রাপ্ত সর্বোচ্চ নম্বর থেকে নেওয়া হবে ৪০% ওয়েটেজ।  পাশাপাশি, ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা থেকে নেওয়া হবে ৬০% নম্বরের ওয়েটেজ। সেই সঙ্গে যুক্ত হবে দ্বাদশের ৩০ নম্বরের প্র্যাক্টিক্যাল বা ২০ নম্বরের প্রজেক্ট। কীভাবে হবে সেই হিসেব? ধরা যাক, কোনও পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় চারটি বিষয়ে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৪০০-র মধ্যে ২০০। একাদশের বার্ষিক পরীক্ষায় পদার্থবিদ্যার থিরওরিতে ৭০ নম্বরের মধ্যে পেয়েছে ৫০ এবং প্র্যাকটিক্যালে ৩০-এর মধ্যে পেয়েছে ২৮। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram