Mamata র উপর 'হামলা’-র প্রতিবাদে আমডাঙা-হাজরাকাটাতে বিক্ষোভ-অবরোধ সমর্থকদের
Continues below advertisement
নন্দীগ্রামে (Nandigram) মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ওপর হামলার অভিযোগে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল হয়েছেন তাঁর অনুগামীরা। আমডাঙায় (Amdanga) এক ঘণ্টা অবরোধ চলার পর অবরোধ উঠে যায়। পাশাপাশি হাজরাকাটাতেও (Hajra Kata) বিক্ষোভ দেখানো হয়। প্রসঙ্গত, এসএসকেএমে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ইসিজি রিপোর্ট সন্তোষজনক হলেও, বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথা মুখ্যমন্ত্রী চিকিত্সকদের জানিয়েছেন। বুকে ব্যাথার কারণ আঘাতজনিত কিনা, জানতে সিটি স্ক্যান করা হবে। এছাড়া, আজ আবার করা হবে ইসিজি। করা হতে পারে ইকো-ও।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Nandigram Kolkata Protest SSKM Hospital Amdanga Mamata Banerjee Mamata Banerjee Injured Mamata Banerjee Was Attacked Mamata Banerjee Attacked Medical Board Formed Hajra Kata