Top News: মুখ্যমন্ত্রীর ওপর ‘হামলা’র প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ, সঙ্গে অন্য খবর
নন্দীগ্রামে মনোনয়ন পেশের দিনই আহত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিকল্পিত হামলার অভিযোগ। পায়ে, কোমরে চোট। গ্রিন করিডোর করে নন্দীগ্রাম থেকে আনা হল এসএসকেএমে (SSKM)। মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের গোড়ালিতে চোট। দেহের অন্যান্য অংশেও আঘাত। ৪৮ ঘণ্টা থাকবেন পর্যবেক্ষণে (Observation)। মেডিক্যাল বুলেটিনে জানাল এসএসকেএম। বাঙুরে করা হল এমআরআই (MRI)। ‘চক্রান্ত করে ধাক্কা মেরেছে’, অভিযোগ মমতার। জেড ক্যাটেগরির সুরক্ষা পান মুখ্যমন্ত্রী, কীভাবে মুখ্যমন্ত্রীর সামনে চলে এল চার পাঁচজন? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় নিয়ে প্রশ্ন।
মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল। মমতার ওপর হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ। চেতলায় পথ অবরোধ। বিক্ষোভ নাগেরবাজার, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, বাঁকুড়া, মুর্শিদাবাদে।
কমিশনের (Election Commission) নজরে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনা। তদন্ত হলেই বোঝা যাবে কী হয়েছে, জানালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। প্রাথমিক রিপোর্ট গেল দিল্লিতে। "বিজেপি নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের হাতে রাজ্য পুলিশ। গণতন্ত্রের ওপর হামলা চালিয়েছে কারা? জানতে চায় দেশ," মন্তব্য তেজস্বীর।
উচ্চ পর্যায়ের তদন্ত চান অরবিন্দ, অখিলেশ। হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের। করলেন রোড শো। বিধানসভা ভোটের আগে ফের রাজ্যে আসছেন অমিত শাহ, নরেন্দ্র মোদি। বিজেপিতে যোগ দিলেন বাচ্চু হাঁসদা। বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। খড়গপুর সদর কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরণ (Hiran Chatterjee)। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। রাজ্যে করোনায় একদিনে মৃত্যু হয়েছে ২ জনের, গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ২৪১ জন।