Mamata Banerjee: বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করাতে হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই রাজ্যের কোভিড (Covid) পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের শেষে তিনি বলেন, ‘রাজ্যের বাইরে থেকে কেউ বিমানপথে আসতে চাইলে তাঁকে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সেই সার্টিফিকেট পরীক্ষা করে নেওয়া হবে। কারও রিপোর্ট পজিটিভ হলে তাঁকে ১৪ দিনের কোয়ারন্টাইনে রাখা হবে। সেই ব্যবস্থা করবে এয়ারপোর্ট অথরিটি। দূরপাল্লা ট্রেন ও আন্তঃরাজ্য বাসগুলির ক্ষেত্রে যাত্রীদের আরটিপিসিআর রিপোর্ট থাকতে হবে। সব লোকাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে। সংখ্যায় অর্ধেক করা হবে রাজ্য পরিবহণের বাস ও মেট্রো। সরকারি ও বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মচারী উপস্থিত থাকবে। ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করতে হবে। সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৫টা থেকে ৭টা খোলা থাকবে দোকান-বাজার।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram