Mamata Banerjee PC: ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অনুমোদন, নবান্নে ঘোষণা মমতার

Continues below advertisement

আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে মন্ত্রিসভায় ছাড়পত্র মিলেছে। আগামী ৩০ জুন এই প্রকল্পটি সরকারিভাবে লঞ্চ হবে। আজ ক্যাবিনেটে এটি পাশ হয়েছে। এই টাকায় স্নাতক, স্নাতকোত্তর, পেশা, ডিপ্লোমা কোর্স, ডক্টরাল, পোস্ট ডক্টরাল স্তরের গবেষণার খরচ প্রভৃতি জায়গায় এই কার্ডটি প্রযোজ্য হবে। সরকার হল এই কার্ডের গ্যারেন্টার। যাঁরা পশ্চিমবঙ্গে কমপক্ষে ১০ বছর বাস করছেন তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। চাকরি পাওয়ায় পর ১৫ বছরের মধ্যে এই টাকা ফেরত দিতে হবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পড়ুয়ারা। ৪০ বছর বয়স পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে।" এদিন মুখ্যমন্ত্রী জানান, "কো-ভ্যাক্সিনের সার্টিফিকেট বিদেশে গ্রাহ্য হচ্ছে না। সমস্যায় পড়ছেন দেশের পড়ুয়ারা। এজন্য প্রধানমন্ত্রীকে অবিলম্বে হস্তক্ষেপের অনুরোধ করে চিঠি পাঠিয়েছি।" 

অন্যদিকে, ভোট পরবর্তী হিংসা দেখতে রাজ্যে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। হাইকোর্টের নির্দেশে রাজ্যে এসেছেন তাঁরা। হিংসা পরিস্থিতি দেখতে হাড়োয়ায় পৌঁছলেন কমিশনের সদস্যরা। মোট ২২ জন আসার কথা রয়েছে। ৮ জন যাবে উত্তরবঙ্গে বলে সূত্রের খবর। পরিস্থিতি খতিয়ে দেখতে রিপোর্ট জমা দেবে মানবাধিকার কমিশন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram