Mamata Banerjee Rally: ‘মাথানত করে নয়, বাঘের বাচ্চার মত লড়াই করি’, খেলা শুরুর চ্যালেঞ্জ মমতার
গড়বেতা (Garbeta) বিধানসভা এলাকার গোয়ালতোড়ের আমলাশুলির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "ধ্বংসের বদলে ধ্বংস চাই না, বদলার বিরুদ্ধে শান্তি চাই। বিজেপি যদি জমি দখল করতে চায়, বাধা দেবেন। কৃষকদের অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের উজ্জ্বলা যোজনায় কেউ গ্যাস পায় না। শুধু টাকা দিয়ে ভোট চায়। ৪০ শতাংশ বেকারি কমিয়েছি, অর্ধেক বেকারি কমানোর লক্ষ্যমাত্রা। মাটির সৃষ্টি প্রকল্পে ২৫০০০ একর অনুর্বর জমিকে উর্বর করার লক্ষ্যমাত্রা। আমি আপনাদের পাহারাদার, দুর্ঘটনা হলেও টাকা দিই। পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়া দিয়ে নিয়ে এসেছি। একটা পরিবারকেও বাংলা থেকে হঠাতে দেব না। যখন লড়াই করি, বাঘের বাচ্চার মত লড়াই করি। মাথানত করিনি, মাথা নত করব না। মানুষের ঘর দখল, মহিলাদের ওপর অত্যাচারের দল বিজেপি। খেলা হবে, হাতা-খুন্তিতেও খেলা হয়। ২৭ মার্চ থেকে তাহলে খেলা শুরু হোক। বিজেপি ট্রেনে, বাসে করে লোক নিয়ে এসে ভয় দেখালে ভয় পাবেন না।"