Cyclone Yaas relief: ইয়াস বিধ্বস্ত হিঙ্গলগঞ্জে ত্রাণ বিলি এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশন ও বেঙ্গল সার্কেলের বিধাননগর মডিউলের সদস্যদের
Continues below advertisement
ইয়াস বিধ্বস্ত হিঙ্গলগঞ্জে ত্রাণ বিলি। শতাধিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন SBI অফিসার্স অ্যাসোসিয়েশন ও বেঙ্গল সার্কেলের বিধাননগর মডিউলের সদস্যরা। দুর্গত পরিবারগুলির সদস্যদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র সামগ্রীও। এর পাশাপাশি গত দুমাসে রাজ্যজুড়ে প্রায় দশটি ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলেও দাবি SBI অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের।
Continues below advertisement
Tags :
Hingalganj Relief Materials SBI Officers Association Cyclone Yaas Bengal Circle Bidhannagar Module