Mithun-Bhagwat Meet: মিঠুন-দরবারে ভাগবত, এবার কি পদ্মে পাড়ি দেবেন মিঠুন?

Continues below advertisement

এক দাদার রাজনীতিতে আসা নিয়ে এখনও জল্পনার রেশ পুরোপুরি কাটেনি। তারমধ্যেই বাঙালির আরেক দাদাকে নিয়ে শুরু হয়ে গেল জল্পনা। পর্দায় তাঁকে এমএলএ (MLA) এবং মিনিস্টার (Minister) রূপে দেখা গেছে। বাস্তবে একবার সাংসদও হয়েছেন। এবার কী বঙ্গ রাজনীতিতে এমএলএ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)? 'মহাগুরু'-কে কি বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারে বিজেপি? জল্পনা উস্কে দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভগবতের (Mohan Bhagwat) সঙ্গে তাঁর সাক্ষাৎ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram