Morning Headlines: ফের ঊর্ধ্বমুখী ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম, সঙ্গে অন্য খবর
১। পাঁচদিনের মাথায় ফের বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। ২৫ টাকা বেড়ে সিলিন্ডারের দাম ৮৪৫ টাকা ৫০ পয়সা। একমাসে চারবারের দামবৃদ্ধি। তিনমাসে বেড়েছে ২২৫টাকা। মাথায় হাত মধ্যবিত্তের।
২। বিধানসভা ভোটের আগে ব্রিগেডে একমঞ্চে বাম-কংগ্রেস-আইএসএফ। (বাইটঃ বিমান-ঐতিহাসিক ব্রিগেড+ব্রিগেডে আজ রামধনু)
৩। এক সপ্তাহ আগে জোট ঘোষণা হলে ডবল লোক আনতাম, হুঙ্কার সিদ্দিকির। উচ্ছ্বসিত জোট নেতৃত্বও। অস্তিত্ব থাকবে না, কটাক্ষ তৃণমূলের। তৃণমূল স্পনসরড ব্রিগেড, কটাক্ষ বিজেপির।
৪। ব্রিগেডে তাল কাটল জোটের। মঞ্চে আব্বাস সিদ্দিকি আসতেই উচ্ছ্বাস। মাঝপথেই ভাষণ থামালেন অধীর। বিমানের অনুরোধে পরিস্থিতি সামাল। চিৎকারে ভাষণ বন্ধ করেছিলাম, প্রতিক্রিয়া অধীরের।
৫। সনিয়া চাইলেও বাংলার একজন ঢিলেমি দিচ্ছে, আশা করি দুএকদিনের মধ্যে সদিচ্ছা ফিরবে, জোট নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা সিদ্দিকির।