Pradhan Mantri Kisan Samman Nidhi: 'প্রাপ্যের থেকে কম পাচ্ছেন কৃষকরা', বললেন মমতা

Continues below advertisement

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) প্রথম কিস্তির টাকা আজ অবশেষে রাজ্যের কৃষকরা পেতে চলেছেন। আজই প্রথম কিস্তির ২০০০ টাকা প্রকল্পে নথিভুক্ত বাংলার ৭ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়বে। এই উপলক্ষে আজ কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, কেন্দ্রের ওই প্রকল্পে রাজ্যের যে কৃষকরা নথিভুক্ত হয়েছেন, তাঁদের টাকা দেওয়ার দাবি কেন্দ্রের কাছে জানিয়েছিল রাজ্য সরকার। এর জন্য প্রয়োজনীয় সব কাজও করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও, কৃষকরা পাচ্ছেন অনেক কম। মুখ্যমন্ত্রীর দাবি, এটুকুও কৃষকরা পেতেন না যদি না রাজ্য সরকার তাঁদের জন্য লড়াই করত। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram