Pohela Boishakh 2021: করোনা আবহেই বর্ষবরণ, হালখাতা করাতে কালীঘাট-তারাপীঠে উপচে পড়া ভিড়

Continues below advertisement

আজ পয়লা বৈশাখ। স্বাগত ১৪২৮। সারা বছরের জন্য মঙ্গল কামনায় মন্দিরে মন্দিরে দেখা যায় মানুষের ভিড়। এবারে করোনা (Corona) আবহেই বর্ষবরণ। আজ সকাল থেকেই কালীঘাটে (Kalighat) ভোর থেকে লম্বা লাইন। মন্দিরের নির্দেশিকা অনুসারে সবাইকে মাস্ক পরতে দেখা গিয়েছে। কিন্তু শারীরিক দুরত্ব শিকেয় উঠেছে। সব মিলিয়ে সকাল থেকেই জমজমাট কালীঘাট মন্দির চত্বরের ছবি। এদিকে তারাপীঠ (Tarapith Temple) মন্দিরে নববর্ষের সকালে ভক্তসমাগম। হালখাতা করার ভিড়। তবে কাউকেই কোভিড-বিধি মানতে দেখা যাচ্ছে না। মুখে নেই মাস্ক, শারীরিক দূরত্বও চোখে পড়ছে না। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram