Rain Effect: আমতায় জলের তোড়ে ভাসল বাঁশের সাঁকো, বিপন্ন প্রায় ৫০ হাজার মানুষ

Continues below advertisement

ডিভিসি (DVC) থেকে জল ছাড়ায় আমতায় (Amta) বাড়ল জল। রূপনারায়ণ, মুণ্ডেশ্বরীর জলের তোড়ে ভাসল বাঁশের সাঁকো। তিনটি বাঁশের সাঁকো ভাঙায় বিপন্ন ৫০ হাজার মানুষ। বিচ্ছিন্ন ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিতনান দ্বীপাঞ্চল। যোগাযোগের একমাত্র উপায় নৌকা এবং ভুটভুটি। অবিলম্বে পাকা সেতু তৈরির দাবি স্থানীয়দের। কংক্রিটের সেতু তৈরির জন্য মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ২৩ কোটি টাকা বরাদ্দ করেছেন। সেতুর টেন্ডার প্রসেস করা হয়েছে। পুজোর আগেই সেতুর কাজ শুরু হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন বিধায়ক (MLA)।

অন্যদিকে হুগলির (Hooghly) ডানকুনির বিভিন্ন ওয়ার্ড এখনও জলমগ্ন। অবস্থা এমনই যে অনেক বাসিন্দাই বাড়িতে তালা দিয়ে অন্যত্র থাকছেন। কেউ কেউ বানিয়ে নিয়েছেন নৌকা। মেঝে জলে ভাসছে, তাই খাটের ওপরই থাকতে হচ্ছে কোনও কোনও ওয়ার্ডের বাসিন্দাকে।  ডানকুনি পুরসভা সূত্রে দাবি, যে সব ওয়ার্ডে জল জমে রয়েছে, সেখানে নীচু জায়গা বলেই অন্য জায়গা থেকে জল এসে জমছে। এই সমস্যা কাটাতে পাম্পিং স্টেশন করার বা একাধিক পাম্প বসিয়ে জল বের করার পরিকল্পনা রয়েছে পুরসভার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram