Illegal Vaccine Camp: সোনারপুরে বেআইনি ভ্যাকসিন ক্যাম্প-কাণ্ডে রিপোর্ট তলব রাজ্য পরিবার কল্যাণ আধিকারিকের

Continues below advertisement

সোনারপুরে বেআইনি ভ্যাকসিন ক্যাম্প-কাণ্ডে রিপোর্ট তলব। দক্ষিণ ২৪ পরগনার সিএমওএইচের কাছে রিপোর্ট তলব। জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব রাজ্য পরিবার কল্যাণ আধিকারিকের।  

ফের বেআইনি ভ্যাকসিন ক্যাম্পের হদিশ মিলেছে। ক্যাম্প চালানোর অভিযোগ উঠল খোদ স্বাস্থ্য দফতরের কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে কোভিশিল্ডের দুটি ভায়াল। পুলিশ সূত্রে খবর, ধৃত মিঠুন মণ্ডল ডায়মন্ড হারবার পঞ্চগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট। একইসঙ্গে তিনি ডায়মন্ড হারবারের মশাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেন। 

পুলিশের দাবি, গতকাল সোনারপুরের রূপনগরে চলছিল বেআইনি ভ্যাকসিন ক্যাম্প। খবর পেয়ে পুলিশ হাতেনাতে পাকড়াও করে স্বাস্থ্য দফতরের ওই কর্মীকে। অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, টাকার বিনিময়ে ৩০-৪০ জন ভ্যাকসিন নিয়েছিলেন। ভ্যাকসিন আসল কিনা জানতে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram