Student Credit Card: কীভাবে পেতে পারেন সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা? জেনে নিন পদ্ধতি

Continues below advertisement

আর্থিক সমস্যা যাতে কোনও পড়ুয়ার উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে দেওয়াল তুলতে না পারে তার জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। বুধবার থেকে রাজ্যে চালু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই প্রকল্পে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা। ঋণ মিলবে স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক পাঠ্যক্রম, ডিপ্লোমা পাঠ্যক্রম, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল স্তরে গবেষণার খরচ চালাতে। আইএএস (IAS), আইপিএস (IPS), ডব্লুবিসিএস (WBCS)-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও এই সুবিধা নেওয়া যাবে। কোর্স ফি, টিউশন ফি, ল্যাপটপ, কম্পিউটার কেনার জন্যও ঋণ দেওয়া হবে। ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্র-ছাত্রীরা এই ঋণের সুবিধা নিতে পারবেন। চাকরি পাওয়ার প্রথম বছরে ঋণশোধ প্রক্রিয়া শুরু করতে হবে। ঋণ শোধ করার জন্য মিলবে ১৫ বছর। রাজ্যের সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণের সুবিধা মিলবে। তার জন্য www.wb.gov.in-এর পোর্টালে ঢুকে ক্লিক করতে হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লিঙ্কে। সরাসরি ওই পোর্টালে ঢোকার URL হল wbscc.wb.gov.in। যে কোনও প্রয়োজনে টোল ফ্রি নম্বর ১৮০০১০২৮০১৪ ফোন করা যাবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ১০০ জনকে আইএএস এবং আইপিএস প্রস্তুতির জন্য বাছা হয়েছে। তারা বিনামূল্যে রাজ্য সরকারের ইনস্টিটিউট থেকে শিক্ষা পাবেন, স্টাইপেন্ডও পাবেন। পাশাপাশি সবুজ সাথী প্রকল্পে আরও ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram