Theft Racket Busted: বাবা পূর্ত আধিকারিক, মা শিক্ষিকা, জেনে নিন আন্তঃজেলা চুরিচক্রের পাণ্ডার নানা কীর্তি

Continues below advertisement

বাবা পূর্ত দফতরের আধিকারিক, মা ছিলেন হাইস্কুলের শিক্ষিকা। তাঁদের ইংরেজিতে এমএ পাস করা ছেলে সৌমাল্য আন্তঃজেলা চুরিচক্রের পাণ্ডা। হাওড়ার একটি ফ্ল্যাটে চুরির তদন্তে নেমে ২ জনকে আটক করে পুলিশ। তাদের সূত্র ধরেই সৌমাল্য নামে আসানসোলের এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন ফ্ল্যাটবাড়িতে নিজের সঙ্গীকে নিয়ে চুরি করত ওই যুবক। আসানসোল, হাওড়া ও হুগলি জেলায় ছড়িয়ে রয়েছে তার নেটওয়ার্ক। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে সৌমাল্য। তদন্তে জানা গেছে ২০১৮ সাল থেকে চুরির পেশায় যুক্ত সে। আসানসোলের ১৬টি এবং হাওড়া ও হুগলিতে ৬টি চুরির ঘটনায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছর আসানসোলে একটি চুরির ঘটনায় তার জেল হয়। এই ঘটনার পর আত্মহত্যা করেন তার মা। গতবছর এপ্রিলে জেল থেকে ছাড়া পাওয়ার পর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় থাকত সে। হাওড়ার আন্দুলে একটি ফ্ল্যাটে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় সৌমাল্য ও তার সঙ্গী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram