Top Story: ‘দূষিত জল খেয়ে’ আলিপুর মহিলা জেলে মৃত ১, অসুস্থ পামেলা গোস্বামী-সহ বেশ কয়েকজন
তৃণমূল নেত্রী নির্বাচনী হলফনামায় ৬টি মামলার কথা উল্লেখ করেননি, তথ্য চাপা দেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়া উচিৎ কমিশনের, অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি দেন শুভেন্দু নির্বাচনী এজেন্ট। চিটফাণ্ডে অভিযুক্ত মামলার কথা ভালো জানেন, পাল্টা অভিষেক (Abhishek Banerjee)। আঘাত লাগার পর প্রথমবার ১৯ ও ২০ মার্চ ফের নন্দীগ্রাম যাচ্ছেন মমতা। করবেন একগুচ্ছ কর্মিসভা ও জনসভা। দুর্গাপুরে কথা বললেন স্থানীয়দের সঙ্গে। নন্দীগ্রামকাণ্ড নিয়ে পাল্টা কটাক্ষ অমিত শাহের। রবীন্দ্রনাথকে নিয়ে বিজেপির (BJP) অন্দরে আরও বিক্ষোভ। চুঁচুড়ার পার্টি অফিসে তালা ঝুলিয়ে তাণ্ডব। বিচ্ছিন্ন ঘটনা, দাবি শমীকের (Shamik Bhattacharya)। এবার তৃণমূল ছাড়লেন দেবশ্রী রায়। শেষ মুহূর্তের সুচি বদল। কলকাতায় ফিরলেন অমিত শাহ। গেরুয়া টি-শার্টে মোদির ছবি। কফি হাউসে (Coffee House) তাণ্ডব। নো ভোট ফর বিজেপি (No Vote For BJP) লেখা পোস্টারে কালি। দলের কোনও ঘোষিত কর্মসুচি নয়, সাফাই বিজেপির। কয়লাকাণ্ডে অভিষেকের শ্যালিকার স্বামী ও শ্বশুরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় সিবিআই। ফের তলবের সম্ভাবনা। কয়লা ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah), পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ফিরলেন জ্ঞানবন্ত। জিতেন্দ্র তিওয়ারিকে নিরাপত্তা দিল কেন্দ্র। দূষিত জল খেয়ে দুজনের মৃত্যুর অভিযোগ। আলিপুর মহিলা জেলে এক বন্দীর মৃত্যু। অসুস্থ পামেলা গোস্বামী-সহ আরও কয়েকজন। গতকালের পর আজও দেশজুড়ে ব্যঙ্ক ধর্মঘট।