Top Story : কীভাবে আহত মুখ্যমন্ত্রী? বিকেলের মধ্যে রিপোর্ট তলব EC-র

Continues below advertisement

ভোটের নামে রাজ্য-প্রশাসনকে নিয়ন্ত্রণ করে না নির্বাচন কমিশন (Election Commission), নন্দীগ্রামকাণ্ডে (Nandigram) রাজ্যের কোর্টে বল ঠেলে তৃণমূলকে (TMC) পাল্টা চিঠি। ডিজি (DG) অপসারণে পক্ষপাতিত্বের তত্ত্ব খারিজ। নন্দীগ্রামকাণ্ড নিয়ে সংঘাতে তৃণমূল ও কমিশন। ভোট ঘোষণার পর দায় এড়াতে পারে না কমিশন, দাবি তৃণমূলের। সংবিধান মানে না তৃণমূলই, পাল্টা অভিযোগ বিরোধীদের। পায়ে চোট। শেষ মুহূর্তে শনিবার থেকে মমতার (Mamata Banerjee) জেলা সফরে বদল। ১৩-১৪ মার্চ যাচ্ছেন না পুরুলিয়া, বাঁকুড়ায়। পরের তিন দিন তিন জেলার কর্মসূচিতেও রদবদলের সম্ভাবনা। চোট নিয়েই প্রচারে ফিরছেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামকাণ্ড নিয়ে এসএসকেএম (SSKM) থেকে বার্তা মমতার। নন্দীগ্রামে কীভাবে আহত মুখ্যমন্ত্রী? রাস্তার ধারে লোহার স্তম্ভে গাড়ির ধাক্কাতেই দুর্ঘটনা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের একাংশের। মানতে নারাজ তৃণমূল, পাল্টা হামলার অভিযোগ। কীভাবে আহত মুখ্যমন্ত্রী? কী হয়েছিল নন্দীগ্রামে? আজ বিকেলের মধ্যেই মুখ্যসচিব (Chief Secretary), কেন্দ্রীয় পর্যবেক্ষকের রিপোর্ট চাইল কমিশন। প্রধানমন্ত্রী (Prime Minister), মুখ্যমন্ত্রীর (Chief Minister) সুরক্ষা নিয়ে কড়া বার্তা। মমতার ওপর হামলার অভিযোগে উত্তপ্ত নন্দীগ্রাম। আজ মনোনয়ন। নন্দীগ্রামের মন্দিরে মন্দিরে শুভেন্দু (Suvendu Adhikari)। মনোনয়নের সময় থাকবেন স্মৃতি ইরানি (Smriti Irani), ধর্মেন্দ্র প্রধান। গরুপাচারের পর কয়লাকাণ্ডেও সিবিআই (CBI) নজরে বিনয় মিশ্রের আত্মীয় বাঁকুড়া থানার আইসি (IC)। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। নাগপুরে ফের লকডাউন। করোনার ভ্যাকসিন নিলেন নরেন্দ্র মোদির মা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram