Upper Primary Case: দুর্নীতি-স্বজনপোষণের অভিযোগে মামলা, উচ্চ প্রাথমিকে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্ট

Continues below advertisement

শিক্ষক নিয়োগ নিয়ে ফের কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য সরকার (State Government)। উচ্চ প্রাথমিকে (Upper Primary) প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে ফের দুর্নীতির অভিযোগ ওঠায় নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল আদালত। যারা মামলা করেছে, তারা সমাজের বন্ধু? মামলাকারীদের আক্রমণে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ। উচ্চ প্রাথমিকে নিয়োগের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগ ঘিরে তৈরি হল ঘোর অনিশ্চয়তা। সম্প্রতি পুজোর মধ্যেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড়সড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের (Interview) তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। কিন্তু এই তালিকায় দুর্নীতি (Corruption), নিয়মভঙ্গ ও স্বজনপোষণের অভিযোগ ওঠে। কম নম্বর পেয়েও তালিকায় নাম ওঠানো হয়েছে বলে দাবি করা হয়। তালিকাকে চ্যালেঞ্জ করে দায়ের হয় একাধিক মামলা। সেই মামলাতেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram