Vaccine Controversy: স্বাস্থ্যপরীক্ষা করতে আজ ভ্যাকসিন গ্রহীতার বাড়ি গেলেন এক চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মী
শনিবার পশ্চিম বর্ধমানের কুলটিতে (Kulti) ভ্যাকসিনেশন ক্যাম্পে দেখা যায় চূড়ান্ত অসচেতনতার ছবি। ক্যাম্পে যিনি নার্সের ভূমিকা নিয়ে ভ্যাকসিন দেন, তিনি সাধারণ কেউ নন, খোদ আসানসোল (Asansol) পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তবসসুম আরা (Tabassum Ara)। ক্যামেরায় স্পষ্ট ছবি ধরা পরলেও বিদায়ী ডেপুটি মেয়রের দাবি, তিনি নাকি শুধু সিরিঞ্জ হাতে নিয়েছিলেন। জনপ্রতিনিধির দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। এরপর আজ সকালে আসানসোল পুরসভার চিকিৎসকদের একটি দল ভ্যাকসিন গ্রহীতার বাড়ি যান। তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। ২ জন স্বাস্থ্যকর্মীও যান ওই মহিলার বাড়িতে। সেখানে তাঁকে চিকিৎসকরা আশ্বস্ত করেন যে কোনওরকম সমস্যা হলে তার ব্যবস্থা করা হবে। চিকিৎসক (Doctor) জানান, “ভ্যাকসিন লাগানোর পর একটু জ্বর জ্বর হয়েছে। কিন্তু বাকি সব ঠিক আছে। আমরা রোজ আসব, ওঁর স্বাস্থ্যপরীক্ষা করব।“