WB Corona Cases: ৬৮ দিনে বাংলায় এক অঙ্কে নামল দৈনিক মৃত্যু, প্রায় তিন মাস পর কলকাতায় করোনায় মৃত্যু শূন্য

Continues below advertisement
গতকালের তুলনায় খানিকটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৯৯ জন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,১৭,৩৮০ জন। ১৭ জুলাই-এর হিসেবে রাজ্যে এই মুহূর্তে করোনার অ্য়াক্টিভ কেসের সংখ্যা ১৩,৩৩৩ জন। সরকারি হিসেব অনুযায়ী রাজ্য়ে গত ১ দিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮ জন। গতকাল সংখ্যাটা ছিল ১০। ৯ জুলাই-এর পর যা প্রথম। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৭,৯৮৮ জনের। পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১০৪২ জন। রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৯৪ শতাংশ। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram