WBJEE: আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স, শিয়ালদা স্টেশনে ভিড়
Continues below advertisement
আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (West Bengal Joint Entrance Examinations )। করোনাকালে প্রথম পরীক্ষাকেন্দ্রে হাজির থেকে পরীক্ষা দেবেন ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী। রেল ও মেট্রোর স্টাফ স্পেশালে মিলবে ছাড়। থাকবে পর্যাপ্ত বাস পরিষেবা। আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। জয়েন্ট পরীক্ষার্থীদের (JEE) জন্য বিশেষ সুবিধা। অ্যাডমিট দেখালে স্টাফ স্পেশালে ছাড়পত্র। মোট পরীক্ষাকেন্দ্র ২৭৪। শিয়ালদা পরীক্ষার্থীদের ভিড় রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার মাধ্যমিকের রেজাল্ট। সকাল ৯টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ। ১০টা থেকে ওয়েবসাইটে ফল। ফল প্রকাশের দিনই অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট। প্রকাশিত হবে না মেধাতালিকা।
Continues below advertisement
Tags :
ABP Ananda Examination Jee WBJEE ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News West Bengal Joint Entrance Exam Joint Entrance Exam 17 July News Bengali News