Weather Update: সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, হালকা বর্ষণ দক্ষিণে

Continues below advertisement

উত্তরবঙ্গে (North Bengal Weather) ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Forecast) আগামী সোমবার পর্যন্ত। দক্ষিণবঙ্গেও নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুত্‍সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত।  এর জেরেই বৃষ্টির সম্ভাবনা।

কার্যত লকডাউনে দেড়মাস বন্ধ থাকার পর গতকালই চালু হয়েছে বাস পরিষেবা। গতকাল রাজ্য সরকারের (State Government) ছুটির দিন ছিল। আজ কাজের দিন। ফলে রাস্তায় যাত্রীদের ভিড় বেশি। সরকারি বাস (State Owned Bus) বেরোলেও, গতকালের মতো আজও রাস্তায় বেসরকরি বাস (Private Buses) খুব একটা বেরোয়নি। ফলে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। আজ সকালে মৌলালি (Moulali) মোড়ে হাতে গোনা বেসরকারি বাসের দেখা মিলেছে। যাত্রীরাও ভিড়ের তোয়াক্কা না করেই বাসে উঠে গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন। পাশাপাশি চিড়িয়া মোড়ে (Chiria more) অফিস টাইমে সাধারণত খুব ভিড় দেখা যায়। আজও কোনও অন্যথা হয়নি। কিন্তু বাসের আশায় দাঁড়িয়েই রয়েছেন অফিসযাত্রীরা। বেসরকারি বাস অমিল ফলে কেবল সরকারি বাসেই যাত্রীদের চাপ পড়ছে। ফলে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াতের নিয়ম ভঙ্গ হচ্ছে। এদিকে বাঁশদ্রোণী (Bansdroni) এলাকার ২০৫ নং বাসস্ট্যান্ডেই দাঁড়িয়ে রয়েছে একের পর এক বেসরকারি বাস। বাস চলার অনুমতি দেওয়া হলেও, রাস্তায় নামছে না বেসরকারি বাস।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram