West Bengal Corona: আজও সংক্রমণ ২ হাজারের নিচে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১,৯২৫

Continues below advertisement

সামান্য় বাড়লেও রাজ্যে ২ হাজারের নিচে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১,৯২৫ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২১৬ জন। মৃত্যু ২ জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ১৭৮ জন। ৭ জনের মৃত্যু হয়েছে। বাংলায় একদিনে করোনা মুক্ত ২,০১৭ জন। রাজ্যে মোট আক্রান্ত ১৪ লক্ষ ৮৭ হাজার ৩৬৩। সেপ্টেম্বর, অক্টোবরের মধ্য়ে ভারতে শিশুদের ভ্য়াকসিন। শিশুদের ভ্যাকসিন নিয়ে এমনই দাবি করেছেন এমস-এর অধিকর্তা। 

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি পেরোল। গতকাল ৫০ হাজারের নীচে নামার পর, ফের বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন।  একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জনের। 

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ হাজার ৭০৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪। গত ৮২ দিনে দেশে সর্বনিম্ন অ্যাক্টিভ কেসের সংখ্যা।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৮৫৫ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৬৮ হাজার ৮১৭। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram