West Bengal Election 2021: ফের বঙ্গ সফরে JP Nadda, দেখে নিন বৃহস্পতিবারের সফরসূচি

Continues below advertisement

ফের বঙ্গ সফরে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি।  আজ উত্তর ২৪ পরগনায় একাধিক কর্মসূচি রয়েছে জে পি নাড্ডার (JP Nadda)। সকাল ১০টায় হেস্টিংসে বিজেপির অফিস থেকে 'লক্ষ্য সোনার বাংলা' প্রচার পুস্তিকা উদ্বোধন করবেন বিজেপি সভাপতি।  দুপুর ১টায় যাবেন নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কাঁঠালপাড়ায়।  যাবেন বঙ্কিম সংগ্রহশালায়।  কথা বলবেন ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে। সেখান থেকে দুপুর দেড়টা নাগাদ যাবেন গৌরীপুরে।  জুটমিল শ্রমিকের বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ।বিকেল ৪টে নাগাদ বিজেপি সভাপতি যাবেন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।  এরপর সাড়ে চারটে নাগাদ ধোবিঘাটে মঙ্গল পাণ্ডের মূর্তিতে মাল্যদান করবেন তিনি। তবে নাড্ডা আসার আগে বঙ্কিমভবনের চারপাশে ছেয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকায়। 

 

 

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram