West Bengal Election 2021: 'ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী', কাঁথি থেকে আশ্বাস মোদির

Continues below advertisement

বাংলার মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্রই, কোনও বহিরাগত নন। কাঁথির (Contai) সভা থেকে ঘোষণা করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর এই নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল (TMC)। বিজেপি বসে বসে স্বপ্ন দেখুক, পাল্টা মন্তব্য সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)। কাঁথি, অধিকারী পরিবারের গড়। এই শান্তিকুঞ্জ বাড়ি থেকেই একসময় কার্যত পরিচালিত হত পূর্ব মেদিনীপুরের তৃণমূলের কার্যকলাপ। কিন্তু এখন পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। বদল ঘটেছে সুরেও। এহেন অধিকারী গড়ে দাঁড়িয়ে নির্বাচনী সভা থেকে বাংলার ভূমিপুত্রর মুখ্যমন্ত্রী হওয়ার কথা আরও একবার জোরাল গলায় বললেন নরেন্দ্র মোদি। সভামঞ্চ থেকে মোদি-শুভেন্দুর (Suvendu Adhikari) হৃদ্যতার ছবিও ফের উঠে এল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram